Monday,31 December 2018
ctgbarta24.com
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি চূড়ান্ত ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রাত সোয়া চারটায় নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ এ ফল ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশন থেকে ফল ঘোষণার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
তিনি ২৯৮ টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেন। বাকী দুটির মধ্যে ব্রাক্ষ্মনবাড়িয়া-৩ আসনের কয়েকটি কেন্দ্রের ফল স্থগিত আর গাইবান্ধার একটি আসনে প্রার্থীর মৃত্যু জনিত কারণে নির্বাচন পরে অনুষ্ঠিত হবে।
২৯৮টি আসনের মধ্য আওয়ামী লীগ এককভাবেই ২৫৯টি আসনে বিজয়ী হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব।
আর মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন।
আওয়ামী লীগের অন্য শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি তিনটি আর বিকল্প ধারা ও জাসদ দুটি করে আর জাতীয় পার্টি (জেপি) ও তরিকত ফেডারেশন একটি করে আসনে জয়ী হয়েছে।
অন্যদিকে বিরোধী দল বিএনপি পেয়েছে পাঁচটি আর গণফোরাম প্রার্থীরা দুটি আসনে বিজয়ী হয়েছে।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে বিজয়ী হয়েছে।