তেলবাহী লরি ও নসিমনের সংঘর্ষে নিহত ৮

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

accident-dead-sm20151029145945স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী লরি ও নসিমনের সংঘর্ষে আটজন নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ছয়টার দিকে গাড়াদহ বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো অন্তত ১০জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, নসিমনটি শাহজাদপুর থেকে উল্লাপাড়া রেলস্টেশনের টিকে যাচ্ছিল। সংঘর্ষের পর তেলবাহী লরিটিও রাস্তার একপাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো তিনজন।

নিহতদের মধ্যে ১০ বছরের একটি শিশুও রয়েছে।

লরিটির সামনের চাকা ফেটে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ ধারণা করছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image