Friday,01 February 2019
ctgbarta24.com
শুক্রবার দুপুরে ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভাটা থেকে রাকিব নামে গণধর্ষণ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাকিব পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের বাসিন্দা এবং ভান্ডারিয়া থানার এক স্কুলছাত্রী গণধর্ষণ মামলার আসামি বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন।
নিহতের বুকে একটি কাগজের চিরকুট লেখা রয়েছে “আমি পিরোজপুরের ভান্ডারিয়ার কারিমা আক্তারের ধর্ষক রাকিব। ধর্ষণের পরিনতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
এর আগে গত সপ্তাহে ঝালকাঠিতে সজল জোমাদ্দার (২৮) নামে ধর্ষণের আরেক আসামির লাশ উদ্ধার করা হয়েছিল। সেই লাশের গায়েও চিরকুট ছিল, আমার নাম সজল… মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করার কারণে আমার এই পরিণতি’। সজলের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামে।




