Sunday,12 Nov 2017
Ctgbarta24.com
চট্রগ্রাম : নগরীর বাকলিয়া থানাধীন বিএড কলেজ এর পার্শ্বে ছফেয়া নুর ভবনের গেইটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল (১১ নভেম্বর) শনিবার রাত ১১.৪৫ মিনিটের দিকে মোঃ জুবাইর(২৪), পিতা-মোঃ কাছিম, মাতা-সানজিদা বেগম, সাং-ইসলামাবাদ, ৮নং ওয়ার্ড, কবির ভিলার পাশে, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, মোঃ ইমরান(৩১), পিতা-মোঃ ছিদ্দিক, মাতা-মলিকা আক্তার, সাং-বড় হাবিব পাড়া, ৮নং ওয়ার্ড, কালা চাঁদ এর বাড়ীর পাশে, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার কে আটক করা হয়।
জানা যায়, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) জনাব মির্জা সায়েম মাহমুদ ও পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে এসআই আজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন বিএড কলেজ এর পার্শ্বে ছফেয়া নুর ভবনের গেইটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।









