প্রকৌশলী পদে মেরিন-শীপবিল্ডিংর নাম গেজেটভূক্ত করনের দাবিতে ক্লাস বর্জন

Thursday,02 Nov 2017

Ctgbarta24.com

স্টাফ রিপোর্টারঃ সরকারী নিয়োগ নীতিমালায় উপ-সহকারি প্রকৌশলী পদে মেরিন এবং শীপবিল্ডিং ডিপার্টমেন্ট এর নাম সরকারি গেজেটভূক্ত করনের দাবিতে বৃহস্পতিবার ১ দিনের ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে বিআইএমটিএ’র শিক্ষার্থীরা।

ক্লাস বর্জন কর্মসূচিতে বক্তারা বলেন, যোগ্যতা থাকা সত্বেও সরকারী নিয়োগ সংক্রান্ত নীতিমালায় ডিপ্লোমা মেরিন এবং শীপবিল্ডিং ডির্পাটমেন্টের নাম গেজেটভূক্ত না থাকায় মেরিন এবং শীপবিল্ডিং ইঞ্জিনিয়ারগন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

আজ সকাল ১০টায় মেরিন ক্যাম্পাসে আয়োজিত মেরিন / শীপবিল্ডিং গেজেট বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় আহবায়ক এম.এম. আব্দুল কাদের সিদ্দিকীর সভাপতিত্বে ক্লাশ বর্জন কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ রায়হান চৌধূরী, যুগ্ম আহবায়ক মোঃ জুম্মান হোসেন, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ হাফিজ উদ্দিন, মোঃ তাওফিক তুহিন, মোঃ তারেক মুন্না, মোঃ জিয়া, জাফরিন সুলতানা জেমি প্রমুখ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image