শেষ অর্থবছরের বাজেট হবে ৫ লাখ কোটি টাকা

ctgbarta24.com

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Published: 21 Jun 2016   11:24:28  AM Tuesday ।।

শেষ অর্থবছরের বাজেট হবে ৫ লাখ কোটি টাকা

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থনীতি বার্তা২৪ ডেস্ক : বর্তমান সরকারের শেষ অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ কোটি টাকা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি ই-কমার্স পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। গত ২ জুন অর্থমন্ত্রী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের বাজেট পেশ করেছেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের শেষ অর্থবছরে বাজেট হবে ৫ লাখ কোটি টাকার। তবে তথ্য-প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সহযোগিতা না পেলে ৫ লাখ কোটি টাকার বাজেট দেওয়া সম্ভব হবে না।

এ সময় তিনি আরো বলেন, জাতীয় ব্যাধি ঘুষ, দুনীতি কমিয়ে আনতে বড় প্রতিশোধক হচ্ছে ই-কর্মাস। লেনদেনে পেমেন্ট, ই-পেমেন্ট ও ই-সিটিস পদ্ধতি অনুসরণ করতে পারলে দুর্নীতির ঝুঁকি কমে যাবে।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘এটা আমাদের জন্য সুখবর যে, আমরা আইসিটি ক্ষেত্রে অনেক দূর এগিয়েছি। আসন্ন বাজেটেও এ বিষয়ে ব্যাপক গুরুত্ব দিয়েছি। বর্তমানে ই-কমার্সের বিশ্ববাজার ৩ ট্রিলিয়ন ডলারের। আমরা মাত্র ১ হাজার কোটি টাকার লেনদেন করি।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা আইসিটি সেক্টরকে শুধু আমদানি নির্ভর না করে রপ্তানির জন্য উৎপাদনমুখী করতে চাই। আমরা শুধু ভোক্তা বা ডিস্ট্রিবিউটর হব না, উৎপাদন করে আইটি পণ্য বিশ্বব্যাপী বিপণন করব।’

তিনি আরও বলেন, বাংলাদেশে ই-কর্মাসের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা বা সক্ষমতা। সরকার মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে। দারিদ্র্য দূর করে সাড়ে চার কোটি মধ্যবিত্ত শ্রেণি তৈরি করেছে।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, তাদের গ্রাহক লক্ষ্যমাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে- অভিবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ। বিশ্বের যেকোনো দেশের যেকোনো মানুষ তাদের পোর্টাল থেকে পছন্দপণ্য কিনতে পারবেন। ক্রয়কৃত পণ্য বিশ্বের ২২০টি দেশের যেকোনো শহরের যেকোনো ঠিকানায় পৌঁছে দেবে। তাদের ই-কমার্স পোর্টাল Nrbbuysell.com

আয়োজক সংগঠনের চেয়ারম্যান দিলারা আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেসিস সভাপতি শামীম আহসান, জাতিসংঘের প্রাক্তন আবাসিক প্রতিনিধি আবদুল মোমেন প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ব্রেক্সিট ইস্যুতে অনানুষ্ঠানিক আলোচনা প্রত্যাখ্যান জার্মানির... আলোচনায় বসছে জার্মানি, ফ্রান্স ও ইতালি আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-28  12:18:27 AM BdST ব্রিটেন আনুষ্ঠানিকভা...
স্পেনের হ্যাট্রিক মিশনের স্বপ্ন ভেঙ্গে দিয়ে শেষ আটে ইতালি... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27 11:57:10 PM BdST ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড থেকে পর পর দুই আসরের চ্যাম্পিয়ন স্প...
টিভিতে দেখে পরে খুনিরা জানতে পারে মিতু এসপির স্ত্রী... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-27  10:13:22 PM BdST চট্টগ্রাম: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর খুনিরা ছিল ভ...
নির্দেশদাতা মুছার গুলিতেই মিতু খুন, ১৬৪ ধারায় স্বীকারোক্তি... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27  21:00:10 AM BdST চট্টগ্রাম : 'পুলিশের সবচাইতে বড় সোর্স আবু মুছার নির্দেশেই ...
হাজারীগলির ৩০টি ওষুধের দোকানকে অর্ধ কোটি টাকা জরিমানা... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27  08:16:04 PM BdST বন্দর নগরীর পাইকারী ওষুধ বিক্রয়ের সবচেয়ে বড় বাজার হাজারীগলিতে র‌্যাবের...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply