সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ২৩ জুন ২০১৮
চট্টগ্রাম : চট্টগ্রামে ছাত্রশিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জুন) রাত ৮টার দিকে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডের মোটেল সৈকত থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘আটকরা ঈদ পুনর্মিলনীর নামে মোটেল সৈকতে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। গোপন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে দুই শতাধিক তরুণ-যুবককে আটক করেছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আটক তরুণ-যুবকরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’






