Friday,27 Oct 2017
Ctgbarta24.com
যতই দিন যাচ্ছে ততই জীবন খাতার অনেক হিসাব সংক্ষিপ্ত হচ্ছে । অনেক চাহিদা কমে যাচ্ছে দিন দিন । যেমন :
এক সময় পেটে অনেক ক্ষুধা লাগত কিছুক্ষণ না খেলেই .. এখন সে ক্ষুধা আর লাগে না । এক সময় অনেক কিছুর প্রতি লোভ হত। এখন মনে হয় সে সব না হলেও চলবে । এক সময় মনে হত জীবনে অনেক সাফল্য লাভ করতে হবে ।এখন মনে হয় আমার উচিত হাজার হাজার যুবক- যুবতীর জীবনকে সফল করতে সাহায্য করা ।
সুন্দর জামা কাপড় পরিধান করতে ভাল লাগত সেই শৈশব থেকে । এখন মনে হয় লক্ষ লক্ষ মানুষের ভাল পোষাক পরিধানের সামর্থ্য নেই।আমার এ শখ অন্যায় । এক সময় মনে হত আমার চাকুরী যদি অনাদিকাল থাকত ।এখন মনে হয় চাকুরীর চেয়ে সুস্থ জীবন দরকার । আমার জীবন মানুষের জন্য উৎসর্গ করতে পারলে জীবন স্বার্থক হত ।
এক সময় অনেক ঘুম ছিল চোখে । এখন ঘুম কমে গেছে জীবন থেকে । বন্ধু বান্ধব এর সাথে একসময় আড্ডা দিতে ভাল লাগত । এখন সবাই সবাইকে নিয়ে ব্যস্ত ।
এক সময় মনে করতাম আমার সোনার বাংলা পর্থিবীর শ্রেষ্ঠ দেশ । ” এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,সকল দেশের রানী সে যে আমার জন্ম ভূমি ” কিন্তু বিশ্বের অন্য দেশগুলো দেখার পর মনে হয় আমার দেশ কতই না অপরিচ্ছন্ন পরিবেশ দূষনে রোগাক্রান্ত যে দিকে তাকাই সে দিকেই পরিবেশ দূষিত। মানুষের মনের দূষণের কথা না হয় নাই বল্লাম ।
এক সময় শরীরের সব কিছুই পরম শক্তিশালী মনে হত । ভাবতাম মুষ্টি যোদ্ধা মোহাম্মদ আলী আর আমার মধ্যে পার্থক্য নেই । এখন আমার pancreas দিন দিন আমার জীবনকে গ্রাস করে ফেলছে। তার কারনে আমার চোখের দৃষ্টি শক্তি বিনাশ হওয়া থেকে শুরু করে কিডনীও বৃদ্ধ হতে শুরু করেছে ।
এক সময় মনে হত আমি অনেক ক্ষমতাবান। এখন মনে হয় পৃথিবীর সব ক্ষমতাবানগন মাটিতে মিশে গেছে .।
এক সময় পোলাও কোর্মা , কাচ্চি বিরানী খেতে খেতে মনে মনে বলতাম ” আহ দারুন মজার সব খাবার খাচ্ছি “। আর এখন মনে হয় আমার জন্য সামান্য সাদা ভাত আর সামান্য শাক- সব্জিই যথেস্ট । Rich food আমার শত্রু । তারপরও খেতে হয় সামাজিক অনুষ্টানের কারনে ।
এক সময় মনে হত আমার যদি অনেক ধন সম্পদ থাকত !! এখন মনে হয় সন্তানের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নেই । সে সন্তান যে শুধু নিজের হতে হবে তা নয় । অন্যের সন্তানও আমারই সন্তান মনে হয় । তাদেরকে সাহায্য করতে পারার মধ্যেও সুখ আছে । তাই তো আমি আমার সুখ অন্যের সন্তানের সাথেও ভাগ করে নেই ..।
এক সময় অফিসার্স ক্লাবের নির্বাচনে বিজয়ী হয়ে গর্বিত হতাম । এখন মনে হয় তারচেয়ে ফ্লাইওভার নিজ হাতে পরিস্কার করা অনেক উত্তম কাজ । কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২ ঘন্টা motivate করতে পারলে আরও ভাল ।
হাজারো তরুনদের মাঝে আমি বিলীন হতে চাই । কারন , তাদের আমি আগে থেকেই বুঝাতে চাই জীবনের হালখাতার হিসেব নিকেশ । তারা যেন আমার চেয়ে অনেক আগে থেকেই বুঝতে শিখে। মানুষকে সাহায্য করার চেয়ে বেশী সফলতা জীবনে দ্বিতীয়টি নেই । বাকী সবই স্বার্থপরতা ।
এক সময় মনে হত জীবন তো অনেক বড় । সবে তো ১৫ বছর পার করলাম । আরও অনেক দিন বাকী । এখন মনে হয় আর কয়দিন বাকী ??
বজলুল কবির ভূইয়া
ডিরেক্টর জেনারেল, বিসিএস ট্যাক্স একাডেমী,ঢাকা।









