খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ২ জুন ২০১৬
বিশ্ব সেরা অলরাউন্ডার হিসাবে আবারো শীর্ষ স্থান দখল করে নিলেন বাংলাদেশের সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২ জুন) আইসিসি তাদের ওয়েবসাইটে সেরা অলরাউন্ডারের তালিকা প্রকাশ করে। ৪১৬ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন বাংলাদেশের ২৯ বছর বয়সি এই অলরাউন্ডার।
এখন পর্যন্ত ১৫৭ টি ওয়ানডেতে ৩৫.১৮ গড়ে ৪৩৯৮ রান সংগ্রহ করেছেন সাকিব। অন্যদিকে তার সেরা বোলিং ফিগার ৪৭ রানে ৫ উইকেট। সাকিবের পরে দ্বিতীয় স্থানে ৩৬৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মাদ হাফিজ।
তালিকার তৃতীয়তে আছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলকারত্নে দিলশান। তার পয়েন্ট ৩৪৯। দিলশানের সতীর্থ অ্যাঞ্জেলা ম্যাথিউস ৩৩৫ পয়েন্ট নিয়ে আছেন চতুর্থ নম্বরে এবং ৩২৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার জেমস ফকনারের অবস্থান পঞ্চমে।
চলুন দেখে নেয়া যাক আইসিসি ঘোষিত সেরা পাঁচ অলরাউন্ডারের তালিকাটিঃ
| ক্রিকেটার | দেশ | রেটিং |
| সাকিব আল হাসান | বাংলাদেশ | ৪১৬ |
| মোহাম্মাদ হাফিজ | পাকিস্তান | ৩৬৩ |
| তিলকারত্নে দিলশান | শ্রীলঙ্কা | ৩৪৯ |
| অ্যাঞ্জেলা ম্যাথিউস | শ্রীলঙ্কা | ৩৩৫ |
| জেমস ফকনার | অস্ট্রেলিয়া | ৩২৩ |

