বুধবার ১৪টি স্পটে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ৩১ মে ২০১৬

বুধবার ১৪টি স্পটে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া

মঙ্গলবার রাজধানীর নয়টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শেষদিন রাজধানীর ১৪টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ঢাকা মহানগর ‍বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।

আগামীকাল বুধবার (১ জুন) বেলা ১১টায় রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টার (ব্র্যাক ইউনিভার্সিটি) থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু করবেন বেগম জিয়া।

এরপর পর্যায়ক্রমে শাহীনবাগ/ আরজতপাড়া (মুক্তিযুদ্ধের প্রজন্ম দল), এসডিসি গেইট, সাতরাস্তা/ নাবিস্কো, মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার, শাহ আলী মাজার, ন্যাশনাল বাংলা স্কুল (মিরপুর-২), অনিক প্লাজা (পল্লবী), শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, খিলক্ষেত নিকুঞ্জ, আমির কমপ্লেক্স (দক্ষিণখান), নতুন বাজার (ভাটারা), মধ্যবাড্ডার মোল্লাপাড়া এবং রামপুরার আল আমিন মার্কেটের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার রাতে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া এভিনিউয়ের টিঅ্যান্ডটি মাঠ থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন খালেদা জিয়া। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে প্রথমদিন রাজধানীর ত্রিশটি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। বাংলা মোটর এলাকায় খাবার বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ করেন বেগম জিয়া।

এদিকে, মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে খিলগাঁও জোড়পুকুর মাঠ থেকে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন বিএনপির চেয়ারপারসন। রাজধানীর নয়টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। বিকেল ৩টায় শ্যামপুর ঈদগাহ মাঠে (লাল মসজিদ) খাবার বিতরণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ করেন খালেদা জিয়া।

প্রসঙ্গত,গত ৩০ মে ছিল জিয়াউর রহমানের (বীর উত্তম) ৩৫তম শাহাদাৎবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক বাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই থেকে এ দিনটিকে ‘শাহাদাৎ দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

প্যাকেজ মূসক দ্বিগুণ করে বহাল বাজেটে অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ এবারের বাজেটে দাম বাড়ছে মশা মারার ব্যাট, শিশুদের আকার বই, ট্যালকম পাউডার, কর্ণফ্লাওয়ার এব...
নিজের বাড়িতে ফিরলেন মুস্তাফিজ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার খেলে নিজের দল সানরাইজার্...
মন্ত্রী ও নেতাদের ওপর ক্ষুদ্ধ প্রধানমন্ত্রী... বুধবার, ১ জুন ২০১৬ শাহেদ চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের ওপর বিরক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি খানিকটা হতবা...
ভুয়া ফেসবুক একাউন্টে নারী নেত্রীদের সাথে চ্যাট, বিব্রত ছাত্রলীগ সম্পাদক জাকির... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ৩১ মে ২০১৬ ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অনেকের কাছ থেকেই প্রত...
মমতাকে রাস্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শুভেচ্ছা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ৩১ মে ২০১৬ কলকাতা : পশ্চিমবঙ্গের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছ...



Leave a Reply