“প্রশংসা”
‘শিখর চৌধুরী’
“ফিদেল-ক্যাস্ট্রো” বলেছিলেন আমি দেখিনি হিমালয়ের চূড়া,
“শেখ-মুজিবকে” দেখেছি সেইতো হিমালয়ের সূরা।
বিশ্ববৃন্দ ও খ্যাতিমানদের চোখে “বঙ্গবন্ধু” ছিলেন রাজনীতির ছন্দকার
কখনও বা স্বাধীনতার প্রতীক –‘খেতাবের কর্মকার’।
শ্রীলঙ্কার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী লক্ষণ কাদির গামার দর্শনে
“মুজিবের” স্থান নির্ধারিত হয়ে আছে সর্বকালের সর্বোচ্চ আসনে।
জাতিসংঘে বক্তৃতা শেষ করে নামতেই “মুজিবকে” জড়িয়ে ধরলেন তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জুলিয়াস নায়েরে
বললেন, “তুমি হবে নির্যাতিত-বঞ্চিত মানুষের নেতা যে।”



























