গাজীপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ctgbarta24.com

গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ৬ আগস্ট ২০১৬

Gazipur-matridugdo-shoptaho

আতিকুর রহমান: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ৬ আগস্ট শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী ও মেডিকেল কলেজের ৪র্থ তলায় সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবদুল বাছেদের পরিচালনায় হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ কমর উদ্দিনের সভাপতিত্বে “শিশুকে মায়ের দুধ খাওয়ানোঃ টেকসই উন্নয়নের অন্যতম চাবি-কাঠি” এই প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি গাজীপুরের জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আলী হায়দার খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও স্বাচিপের জেলা সভাপতি ডাঃ মোঃ আমীর হোসাইন রাহাত, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডাঃ খায়রুল আনাম (তুহিন), গাইনী বিভাগের রেজিস্টার সার্জারী ডাঃ তাসলিমা আক্তার লিপি প্রমুখ।

আলোচনায় সভায় উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সুশান্ত সরকার, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবদুস সালাম সরকার, আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান আতিক, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ কর্মকর্তা-কর্মচারী।

বক্তারা বলেন, জন্মের পর থেকে প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ দিতে হবে। এ সময়ে শিশুকে আলাদা করে পানি পর্যন্ত খাওয়ানোর প্রয়োজন হয় না। কারণ মায়ের দুধ শিশুর পানির প্রয়োজনও মেটায়। সঠিক নিয়মে নিয়মিত শিশুকে বুকের দুধ খেতে দিলে শিশু ও মা উভয়ের স্বাস্থ্য ভালো থাকে। ছয় মাস বয়স পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার দিতে হবে ২৪ মাস বয়স পর্যন্ত। ফলে মা ও শিশু উভয়েরই স্বাস্থ্য ভালো থাকবে।

বক্তারা আরো বলেন, মায়েদের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমে। সামাজিক ও অর্থনৈতিকভাবে জাতি হয় উপকৃত। মাতৃদুগ্ধ পানের মধ্য দিয়ে সন্তান ও মায়ের মধ্যে তৈরি হয় এক অবিচ্ছেদ্য সম্পর্ক।

এর আগে সকাল ৯টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গেট থেকে বনার্ঢ্য একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা সিভিল সার্জন কার্যালয় পর্যন্ত গিয়ে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাঃ মোঃ কমর উদ্দিন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মুখের ঘা প্রতিরোধে কি করবেন? চিকিৎসা ডেস্ক, সিটিজি বার্তা২৪ রোববার, ১৪ আগস্ট ২০১৬ মুখের ঘা খুব জটিল না হলেও যন্ত্রণাদায়ক। কিছু কিছু বিষয় মেনে চললে মুখের ঘা প্রতিরোধ করা যায়। এ...
আধুনিক প্রযুক্তি নির্ভর মাতৃসদনে উন্নিত করা হবে মেমন... 'হাসপাতাল পরিদর্শন ও ডাক্তারদের সাথে বৈঠকে মেয়র আ.জ.ম নাছির উদ্দীন' সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দী...
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-১৬ উপলক্ষে রামুতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত... খালেদ হোসেন টাপু, সিটিজি বার্তা২৪ সোমবার, ১ আগস্ট ২০১৬ কক্সবাজার: ‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি’ এ প্রতিপাদ্য নিয়ে কক্স...
বগুড়ায় কলেজ-মাদ্রাসায় ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ন মানববন্ধন’... বগুড়া প্রতিনিধি । ১ আগস্ট ২০১৬ আল আমিন মন্ডল : জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সকল কলেজে ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ন মানববন্ধন’ কর্মসূচীর অংশ হিস...
‘বিএনপি-জামাত মানুষের প্রাণ নেয়, আর শেখ হাসিনা প্রাণ বাঁচায়’... স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম  মাগুড়া প্রতিনিধি ।  ৩০ জুলাই ২০১৬ স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম জঙ্গিদের কোন প্রকারের সাধারণ ক্ষমার সুযোগ নেই...